ঘন জঙ্গলের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে কংক্রিটের প্রকাণ্ড দুটি হাত। সেই হাত দুটির উপর দাঁড়িয়ে রয়েছে পুরো একটা ব্রিজ। সোনালি রঙের সেই ব্রিজে দর্শক-পর্যটকের ভিড়।
এই ব্রিজের সৌন্দর্যের কাছে হার মেনে যাবে বিখ্যাত স্থাপত্য গুলোও। প্রতিবছর তাই অসংখ্য পর্যটক ভিড় জমান এই বিশেষ ব্রিজটি দেখার জন্য। কিছু রহস্য পরিপূর্ণ হওয়ার জন্য, পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই সোনালি রঙের ব্রিজ। এই ব্রিজটি হলো ভিয়েতনামের গোল্ডেন ব্রিজ।