বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে তার বাবা- মা এ আকুতি করেছে। তার মেয়েকে বাঁচাতে অপারেশন করতে প্রায় ৫ লাখ থেকে ৭ লাখ টাকা লাগবে। যে যেখান থেকে পারেন যত টুকু পারেন তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন। বিকাশ+নগত# ০১৩০৩-১৬-৮৪-৫৭, ডাচবংলা মোবাইল-০১৯১২-২৭-৩৪-৪৪-৮, ডাচবাংলা ব্যাংক একাউন্ড-০০-১৬১-১৫১-৫৩৫০৬।
ডাক্তার বলেছে অপারেশন করলে সাইমা বেঁচে যাবে। আগের মত স্বভাবিক হয়ে যাবে চলা ফেরা করতে পারবে। তাই যত দ্রুত তার অপারেশন করা যাবে তত তারাতারি সে স্বভাবিক জীবনে ফিরে আসবে।