স্টাফ রিপোটার: বৃহত্তর ময়মনসিংহ নেত্রকোনার মোহনগঞ্জ স্বনামধন্য নাটক সংগঠন কমরেড আবদুল বারী পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রর ভবন উদ্বোধন অনুষ্ঠানে সংবর্ধনা পেলেন কণ্ঠশিল্পী সাইফুল আলম বাবু। শুক্রবার (১৫ সেক্টম্বর) বিকালে উক্ত ভবন উদ্ভোধনী অনুষ্ঠানে তাহমিনা ছাত্তারের সভাপতিত্বে সাইফুল আলম বাবু’কে সম্মাননা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লিমেবিক কবি জনাব মোঃ মনজুর উল হক(সাবেক ডিজিএম বাংলাদেশ ব্যাংক), বীর মুক্তিযোদ্ধা জনাব মালিক খসরু(পি পি এম সাবেক এ আই জি বাংলাদেশ পুলিশ), অধ্যাপক মানিক সরকার (সভাপতি নেত্রকোন, কলকাতা পশ্চিমবঙ্গ ভারত), এডভোকেট লতিফুর রহমান রতন (সভাপতি মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগ)।
সাইফুল আলম বাবু ঠাকুরগাঁও জেলার একটি অতি পরিচিত মুখ। তিনি দিনাজপুর জেলার পুলহাটে গ্রামে ৫ জানুয়ারী ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। বাবার নাম: আলতাফ হোসেন, মায়ের নাম: মোছাঃ সুলতানা বেগম। তাঁর নানা ছিলেন ভারতবর্ষের একজন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও শিল্পী কবি ফুলমদ্দিন মন্ডল (কবিরত্ন)। দাদার বাড়ি হলো ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটে। বাবুর বর্তমান ঠিকানা ঠাকুরগাঁও সদর উপজেলার হাজিপাড়া বাসিন্দা।
সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত সাইফুল আলম বাবু জাগো বার্তা নিউজকে বলেন, ‘এটা আমার জীবনের বড় একটা প্রাপ্তি। কৃতজ্ঞতা কমরেড আবদুল বারী পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রর কর্মীদের প্রতি। এই সম্মান আমাকে আগামীর পথচলায় বিপুলভাবে উৎসাহ যোগাবে।’
১৯৭৭ সালে প্রথম গানের জগৎতে আসেন কণ্ঠশিল্পি সাইফুল আলম বাবু। এরপর ২০১৮ সালে ভারতের কোলকাতায়, ২০২২ বৃহত্তর ময়মনসিংহ নেত্রকোনায়, ২০২৩ বৃহত্তর ময়মনসিংহ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা। ভারতে এক গানের অনুষ্ঠানে সন্মাননা লাভ করেন। বাংলাদেশে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষক হিসাবে আছেন এবং বর্তমানে তিনি কয়েকটি সংগীত বিদ্যালয়ের পাশাপাশি ঠাকুরগাঁও বেতার কেন্দ্রে ও বিটিভি’র তালিকা প্রাপ্ত শিল্পি হিসেবে গান গেয়ে মানুষের মন জয় করে চলছে। গান প্রেমি শ্রোতা ও ভক্তগণ শিল্পি সাইফুল আলম বাবুর নিত্য নতুন গানের আশা করে তার সুস্থতা কামনা করেন।