ঠাকুরগাঁও প্রতিনিধি: নাশতার পরিকল্পনা ও পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দীন আহমেদ সহ ২২ জন জামাত-বিএনপির নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
তিনি বলেন, সকালে জেলার সদর উপজেলার কালিতলা এলাকা থেকে জামায়াতের ২০ জন ও সেনুয়া ইউনিয়ন যুবদলের সভাপতিসহ ২ জনকে অভিযানে চালিয়ে আটক করা হয়। এ ঘটনায় পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির ২৩ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আসামী করে ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ২২ জনকে আসামী করে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
ডেস্ক / এম আর-