আতঙ্কিত রাসেল
মেরিনী কাওসার
শেখরাসেল ছোট্ট সোনা,
সবকিছুতে তার দুরন্তপনা।
হঠাৎ এক বিভিষিকাময় ভোররাতে,
ঘুম ভাঙলো বুলেটের আওয়াজে।
বাসায় পড়ল হানা,
ছোট্ট রাসেল নিস্পাপ সে, কিছুই তো জানতো না।
কারা যেন আসলো ধেয়ে,
কিছু বোঝার আগেই ছুটল গুলি,
গুলির আঘাতে পিতার বুক খানি হলো খালি।
ছোট্ট রাসেল লুকিয়ে থাকলো চেয়ে,
একে একে সবাই গেলো,
মা বাবা ভাই ভাবি।
অবশেষে ছোট্ট সোনা
হায়নারা তাকেও ছাড়লোনা!