ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার চামেশ্বরী গ্রামের বাড়িতে আজ শনিবার কৃষিতে অবদানের জন্য এআইপি মর্যাদা পাওয়া মেহেদী আহসান উল্লাহ চৌধুরীর বাবা হামির উদ্দিন সরকারের কুলখানি অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামে মরহুমের নিজ বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বয়ান ও দোয়া পরিচালনা করেন উত্তর জনপদের কে কে বাড়ী দরবার শরিফের গদ্দীনশীন আলহাজ্ব হযরত মাওলানা মতিউর রহমান মতি। এছাড়াও স্থানীয় আলেম ওলামাগণ পবিত্র কোরআন থেকে বিভিন্ন আয়াতের উপর বয়ান ও দোয়া কামনা করেন।
কুলখানি অনুষ্ঠানে সেনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান সহ সেনুয়া ইউনিয়ন, রাজাগাঁও ইউনিয়ন, ঢোলারহাট ইউনিয়নআকচা ইউনিয়নসহ মরহুমের আত্মীয় স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
গত ২ সেপ্টেম্বর শনিবার সকাল ৭ঃ৩০ মিনিটে ঢাকা শ্যামলী স্পেলাইজড হাসপাতালে ইন্তেকাল করেন হামির উদ্দিন সরকার । পরদিন রবিবার সকাল ১১ ঘটিকায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।