ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ ইসলাম(৩) নামের এক শিশু মারা গেছে। রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের চাপাতি (চুয়ামনি) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জুনায়েদ পঞ্চগড় সদর উপজেলর গোয়ালঝাড় এলাকার জাকির হোসেনের ছেলে।
জানা যায়, মৃত শিশু জুনায়েদ ইসলাম তার মার সঙ্গে নানার বাড়ি চাপাতি গ্রামে বেড়াতে আসে। দুপুরে সে নানার বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলাধুলা করছিল। হঠাৎ খেলাধুলা করার সময় পুকুরে পড়ে যায়। পরে স্বজনেরা এসে পুকুর থেকে তাকে মৃত উদ্ধার করে।
এই বিষয়ে মৃত জুনায়েদ ইসলামের নানা আবু তাহের বলেন , আমার মেয়ে জেসমিন আক্তার ও আমার নাতি জুনায়েদ সকাল ১০ টার দিকে আমাদের বাড়িতে বেড়াতে আসে। আমার মেয়ে পরিবারের লোকজনদের সাথে কথা বলছিলো আমার নাতি জুনায়েদ আঙ্গিনায় খেলা করতেছিলো কিন্তু হঠাৎ খেলা করতে করতে বাড়ির পাশের পুকুরে চলে যায় আমরা কেউ বুঝতে পারিনি পরে অনেক খোজাখুজির পরে বাড়ির পাশে পুকুরে নাতি জুনায়েদকে মৃত অবস্থায় পাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার এস আই আবু হানিফ মন্ডল বলেন, পানিতে ডুবে শিশু মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়, প্রাথমিক ভাবে তদন্ত করে জানা যায় শিশু জুনায়েদ খেলা ধুলা করতে করতে পুকুরে পড়ে মারা যায়। এই বিষয়ে রুহিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।