কুদরত আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক ও কৃষিতে এআইপি মেহেদী আহসান উল্লাহ চৌধুরীর পিতা আর নেই।
বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়াব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও ঠাকুরগাঁও সদর উপজেলার ২২ নং সেনুয়া ইউনিয়ন চামেশ্বরী গ্রামের স্থানীয় বাসিন্দা মোঃ হামির উদ্দিন সরকার আজ সকালে ঢাকার শ্যামলী স্পেশালাইজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন,(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ৮২ বছর। হামিদুল ইসলাম সরকারের মৃত্যুতে ২২ নং সেনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞ্যপন করেছেন।