মঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খেলাধুলা
  7. জাগো জবস
  8. জাতীয়
  9. দুর্যোগ ও দুর্ঘটনা
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. মজার খবর

সাপাহারে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
ডেক্স নিউজ
আগস্ট ২৯, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ

এম জুয়েল রহমান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা’র সাথে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের ও সুশীল সমাজের লোকজন উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন সমস্যা সমাধানে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহ্বান জানান নওগাঁর নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা। জেলা প্রশাসক সরকারের বিভিন্ন উন্নয়নমূলক বর্ণনা করতে গিয়ে বলেন, সরকার নারী ক্ষমতায়নে বিশেষ কিছু প্রকল্প গ্রহণ করেছে এবং নারীদের শিক্ষার ব্যপারে সরকার যে সকল সুযোগ সুবিধা দিচ্ছে, তাতে করে নারীদের চাইলেও কেউ দাবায়ে রাখতে পারবেনা। কারন নারীরা শিক্ষা গ্রহণের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে নিজেরা স্বাবলম্বী হচ্ছে। মেয়েরা এখন পিছিয়ে নেই। বিভিন্ন সরকারি, বে-সরকারি চাকুরীর পাশাপাশি উদ্যোক্তা তৈরী হচ্ছে। এছাড়াও নারী ক্ষমতায়নে
সরকারের নানা মুখি উন্নয়ন এবং কৃষি থেকে শুরু করে সরকারের সকল বিষয়ে উন্নয়ন কর্মকাণ্ড বর্ণনা করেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মওলা।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকির সঞ্চালনায় সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি (ফজলু) জেলা পরিষদের সদস্য ও মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা সহ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত), মো: রায়হান হোসেন, সকল ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত