মোঃ আনোয়ার হোসেন: বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে ঠাকুরগাঁওয়ের ড্যানিস ইসলাম সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
শনিবার দুপুরে তার নিজ বাস ভবনে এই ফুলেল শুভেচ্ছা দিয়েছেন স্থানীয় দলীয় নেতৃবৃন্দরা। এর আগে গত রোববার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাক্ষরিত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়।
এদিকে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হওয়ায় ড্যানিস ইসলাকে শুভেচ্ছা জানিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন,ঠাকুরগাঁও-২ আসনের সংসদ আলহাজ্জ দবিরুল ইসলাম, মহিলা সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা,ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা.সাদেক কুরাইশী,সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,সাংগঠনিক সম্পদক মাজহারুল ইসলাম সুজন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ ব্যাপারে ড্যানিস ইসলাম বলেন,ছোটবেলা থেকেই জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে আসছি। তাঁরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ আমাকে একটি দ্বায়িত্ব দিয়েছেন। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব অতীতের ন্যায় সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাবো। আমাকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকারী সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।