মামুনুর রশিদ (মামুন), বিশেষ প্রতিনিধি: বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয় করণের আন্দোলন বেগবান করার লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নতুন কমিটি গঠন হয়েছে।
বুধবার (২৪ মে) বিকালে ঠাকুরগাঁও শহরের লা-রোজা রেস্টুরেন্টে ঠাকুরগাঁও জেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের তিন বছর মেয়াদি ৭১ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি গঠন হয়।
এ সময় সকল সদস্য গণের সম্মতিক্রমে সভাপতি পদে নির্বাচিত হন তাজউদ্দীন তাজু ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
অনুষ্ঠানে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক মন্জুরুল ইসলাম ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহামুদুর রহমান উপস্থিত থেকে এ কমিটির অনুমোদন দেন।
ডেস্ক/ এম আর-