এস আই সবুজ, লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর শাহ্ আফতাব হযরত শাহ্ ইজার উদ্দিন( রাঃ) জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (১৬ মে ) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন। এ সময় গ্রামের মুরুবী ও মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রামবাসী জানান, মসজিদ আল্লাহ ঘর। এ ঘরের কাজ কোনও সময় থেমে থাকে না।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি শাহ্ আবদুল হাফিজ আবতাবি বাবুল বলেন , মহান সৃষ্টিকর্তা আল্লাহর ঘর মসজিদটির উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত। আল্লাহ রাস্তায় দান করা ভাগ্যের ব্যাপার। আল্লাহর উছিলায়ই আমি মসজিদের ছাদ ঢালাই কাজে শরিক হতে পেরেছি। ভবিষ্যতেও ভালো কাজের সাথে থাকব।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সফিকার রহমান, যুগ্ম আহবায়ক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল ( প্রধান শিক্ষক), জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শ্যামল, মসজিদ কমিটির সভাপতি শাহ্ আবদুল হাফিজ আবতাবি বাবুল , উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম রবি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তানভীর আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হবিবর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক রাসেলসহ গ্রামবাসী।