সুনামগঞ্জ প্রতিনিধি:: জগন্নাথপুরের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের মধ্যে উৎসব মুখর পরিবেশে বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত।
সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ উপলক্ষে ১ লা জানুয়ারী সকালে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মোঃ কবির হোসেন এর সঞ্চালনায় বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ছাত্রনেতা, জি,এম,জি এয়ারলাইন্স এর সাবেক কর্মকর্তা ও যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোঃ আশরাফুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এইচ এম আজমল হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা মোঃ তরিকুল ইসলাম, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ূম ও অভিভাবক সদস্য ফয়জুল হক প্রমূখ।
অনুষ্ঠান এর অতিথি বৃন্দ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হৃদয়ে বই গ্রহণ করে।
এসময় বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে জগন্নাথপুর উপজেলা সদরস্থ জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়াদ আলী ও অভিভাবক আজাদ আলী প্রমূখ।
এসময় উপস্থিত শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস বলেন, সারাদেশের ন্যায় আজ ১ লা জানুয়ারী জগন্নাথপুর উপজেলার ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৪৩ হাজার শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে।প্রথম দ্বিতীয় শ্রেণির বই পাওয়া যায়নি বিধায় এই দুই শ্রেণির বই বিতরণ করা হয়নি।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর একাডেমিক সুপারভাইজার অরুপ রায় জানান, উপজেলা ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ে ২ লাখ ১৯ হাজার ১ শত ৪৬ টি বইয়ের চাহিদার মধ্যে ৮৪ হাজার ৬ শত ৪ টি বই পাওয়া গেছে এবং বিতরণ করা হয়েছে। ষষ্ঠ শ্রেণির কোনো বই এখনো পাওয়া যায়নি। ষষ্ঠ শ্রেণীতে এবার ৪ হাজার ১ শত ৪৫ জন শিক্ষার্থী রয়েছেন। দাখিল পর্যায়ে ১লাখ ১২ হাজার ১ শত ৬৫ বইয়ের বিপরীতে ৮৮ হাজার ৮ শত ২০ টি বই পাওয়া গেছে এবং বিতরণ করা হয়েছে। ইবতেদায়ি ৬২ হাজার ৭ শত ৩৩ টি বইয়ের চাহিদার শতভাগ বই বিতরণ করা হয়েছে।