কবি,
মোস্তাকিম হোসাইন মৃদুল প্রধান
————————————-
শীতের শেষের দিকে যখন মৃদু শীতল হাওয়া বইছিল
প্রকৃতি শীতল হয়ে গিয়েছিল
তেমনি একটি কুয়াশাচ্ছন্ন ভোরবেলা ছিল।
আমি শীতের হাওয়া খেতে পথে বেরিয়েছিলাম।
কুয়াশা সরিয়ে আমি তাকে দেখতে পেয়েছিলাম।
তাকে দেখার জন্যে আমি প্রত্যহ ভোরে সেই পথে দারিয়ে থাকতাম।
সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসতো।
শীত ঋতু শেষ হয়ে, ঋতুরাজ বসন্ত এলো।
চারিদিক ফুলে ❀ ফুলে❀ ভরে গেল।
বাতাসে প্রেমের ঘ্রাণ ছড়িয়ে পরলো।
সদ্য যৌবনে পা রাখা আমার মনে প্রেমের বাসনা জাগলো।
বুকের ভেতর ক্ষানিকটা সাহস সঞ্চয় করে
রোমান্টিক কবিতার দু-চারটে লাইন সহ একটি প্রেমপত্র লিখে
ভোরবেলা দারিয়ে রইলাম সেই পথে।
অনেক দুরে তার আবছা দেখে আমার বুক ধরফর করতে লাগলো।
সে অনেক কাছে চলে এলো
বুকে সঞ্চিত সাহস দিয়ে প্রেমপত্র টি ধরিয়ে দিলাম তাঁর হাতে।
সে হতভম্ব বুনে গেল।
কিছু না বলে প্রেমপত্র টি হাতে নিয়ে মাথা নিচু করে সেই স্থান ত্যাগ করলো।
তারপর সূর্য উঁকি দিল,
ভোর ঠেলে সকাল হয়ে গেল ।