আলমগীর : শিল্পী সোহাগ ২০০৫ সালে বিচ্ছেদী ধরনের গান ‘লাল শাড়ি পরিয়া কন্যা’ গানটি প্রকাশ পায়। গানটি তার একক রক্ত আলতা পায় অ্যালবামে প্রকাশিত হয়েছিল।
সোহাগের প্রায় সব গান দর্শকের মনে জায়গা করে নেয়। এবার তার আরও একটি নতুন গান রিলিজ হতে যাচ্ছে। গানটির শিরোনাম “আমি প্রেমিক হিট”
গানটি পরিচালনা করেছেন ঠাকুরগাঁওয়ের ছেলে পবিত্র দেব সমীর। এতে মডেল হয়েছেন এম রনি ও শ্রেয়া। আর শিল্পী হিসেবে রয়েছেন সোহাগ।
পবিত্র বলেন, সোহাগ ভাইয়ের সাথে এটাই আমার প্রথম কাজ। আজ থেকে ১৬ বছর আগে সোহাগ ভাইয়ের গান খুব পছন্দ করতাম। তখন আমি ক্লাস সেভেনে পরতাম। তার “লাল শাড়ি পরিয়া কন্যা” গানটি গুন গুন করে গাইতাম। আজ সেই সোহাগ ভাইয়ের গানের পরিচালক হিসেবে কাজ করতে পেরে অনেক আনন্দ অনুভব করছি।
পবিত্র আরও বলেন, নতুন মডেল দিয়ে গানের ভিডিওর কাজ শেষ করলাম। জানিনা দর্শক গানটি কিভাবে নেবে। তবে আশা করি, যারা সোহাগ ভাইয়ের গান পছন্দ করেন। তারা এই গানে নতুন এক যাদু পাবে। এবং গানটি সবার হৃদয়ে গেথে যাবে। গানটি খুব শিঘ্রই একটি ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে।