দশমীর রাতে গিয়েছিলেন প্রেমিকের সঙ্গে পূজা দেখতে। রাতে বাড়ি ফেরার কথা থাকলেও আর ফেরেনি তরুণী। পরে এক পর্যায়ে ওই তরুণীর খোঁজ মেলে জঙ্গলে। অচেতন অবস্থায় পরে ছিলেন তিনি। এখন পর্যন্ত প্রেমিকেরও খোঁজ পাওয়া যায়নি। এখন প্রশ্ন উঠেছে তাহলেও কি ওই তরুণীকে ধর্ষণ করে ফেলে রেখে যাওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব বর্ধমানের আউশগ্রামে। এনিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গ্রামটিতে।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।
গণমাধ্যমটির প্রতিবেদনে আরও জানানো হয়, বেশ কয়েক বছর আগেই ওই তরুণীর বিবাহ বিচ্ছেদ হয়। দু’টি সন্তানও রয়েছে তাঁর। সন্তানদের নিয়ে আপাতত বাপের বাড়িতেই থাকেন তরুণী।
সম্প্রতি এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁর। দশমীর সন্ধ্যায় ওই যুবকের সঙ্গে পূজা দেখতে বেরিয়েছিলেন তিনি। বাবাকে জানিয়েছিলেন রাতেই বাড়ি ফিরবেন। কিন্তু অনেক রাতেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ খবর।