নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. তসিকুল ইসলাম তসি চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ট্যাঙ্কলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক। এ সময় ফুলেল শুভেচ্ছাও জানানো হয়।
১৪ মার্চ রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবনে চেয়ারম্যানের কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ করেন আব্দুল খালেক।
এ সময় তারা একে অপরের কুশলাদি বিনিময় করেন। সৌজন্য সাক্ষাৎ এর সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রুহুল আমিনসহ অন্যরা।