নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তে ৫৯ বিজিবির টহল দলের অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ চকপাড়া এলাকা থেকে ১জনকে আটক করা হয়েছে। এ সময় ২ জন পালিয়ে যেতে সক্ষম হয় বিজিবির উপস্থিতি টের পেয়ে।
জানাগেছে, ২৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে চকপাড়া বিওপির নায়েক এস এম নুর ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযানটি চালায়।
বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/১-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়ায় ফেনসিডিলসহ আটক হয় মৃত ছাইদুর রহমানের ছেলে মো.রুহুল আমিন (২৫)।
এ ছাড়াও আজমতপুর নামোচকপাড়া গ্রামের পাল্টু মিয়ার ছেলে রমজান (২৭) ও আব্দুল লতিফের ছেলে মো. কারিমুল (২৬) পালিয়ে যায়।
আটককৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। জব্দ ফেনসিডিলসহ আটক ও পলাতক আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।
এ ব্যাপারে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি মাদকসহ আসামি আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এ ছাড়াও সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি।
প্রকাশিত/২৭/০২/২০২১/কপোত নবী